সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

:::: ভারতীয় ট্রানজিট ভিসা ::::

গতকালের ইটোকেন ছাড়া ভারতীয় ট্রানজিট ভিসা নিয়ে স্বল্পখরচে ভুটান ভ্রমণ সংক্রান্ত পোস্ট দেখে যারা আরও বিস্তারিত জানতে চেয়েছেন, তাদের জন্য:
এই লিংকে (http://indianvisa-bangladesh.nic.in/visa/index.html) গিয়ে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ট্যাবে ক্লিক করুন (উপরে বাম দিকের কোনায়)। মজিলা ফায়ারফক্স/ ইন্টারনেট এক্সপ্লোরার/ ক্রোম কোন ব্রাউজারে ভাল কাজ হয় খুঁজে বের করুন।
তারপর ফিল-আপ করতে শুরু করুন। সহজেই পারবেন। তৃতীয় পৃষ্ঠায় (সম্ভবত) ভিসা পারপাজ সিলেক্ট করতে হবে। নিচের ছবির নির্দেশনা হুবহু ফলো করুন। আমি ফিল-আপ করার সময় এই একটা পেইজেরই স্ক্রীনশট রেখেছিলাম। কোথায় টিকমার্ক আছে, কোথায় নেই সেটা মনযোগ দিয়ে খেয়াল করবেন।
নেপাল যেতে চাইলে সিম্পলি ভুটানের যায়গায় নেপাল লিখুন, আর কাঁকড়ভিটা বর্ডার সিলেক্ট করুন।
শেষ পৃষ্ঠায় রেফারেন্সে শিলিগুড়ির কোন একটা হোটেলের নাম ঠিকানা গুগুল করে লিখবেন। আর পূর্ব পরিচিত থাকলে তো কথাই নেই।
কাজ সম্পন্ন হলে ঠিকঠাক আছে কিনা দেখে ভেরিফাই করে প্রিন্ট নিন (স্ক্রিনশট কমেন্টে)। পিডিএফ কপি কম্পিটারে সেইভ হবে, পরে যে কোন জায়গা থেকে প্রিন্ট নিতে পারবেন। একটা আইডি দেবে, লিখে রাখবেন। “বুক অ্যাপয়েন্টমেন্ট” ক্লিক করবেন না। ডেইট লাগবে না। প্রিন্ট কপি নিয়ে কাগজপত্র সহ গুলশান ইন্ডিয়া ভিসা অ্যাপলিকেশন সেন্টারে যান। সাবমিট করার পরেরদিন গেলে ওদের সার্ভার আপডেইট থাকবে, ভাল হবে। নইলে বসে থাকতে হবে।
কোন ধরণের মিথ্যা ঘোষণা বা তথ্য দেবেন না।
যা যা কাগজ লাগবে:
১. অনলাইন ফরম পূরণ করার পর এর প্রিন্ট কপি।
২. পাসপোর্ট (ছয়মাস মেয়াদ থাকতে হবে)
৩. NID ফটোকপি
৪. যে বাসায় থাকেন, তার বিদ্যুৎ বা গ্যাস বিলের ফটোকপি
৫. চাকুরিজীবীদের ক্ষেত্রে NOC Letter মূল কপি, পরিচয়পত্রের ফটোকপি। ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স। সেল্ফ এমপ্লয়েড বা গৃহবধু, গৃহস্বামীদের কিছু লাগবে না।
৬. ডলার এনডোর্স সার্টিফিকেট
৭. পাসপোর্ট এর প্রথম দুই পেইজের ফটোকপি
৮. এক কপি বাড়তি ছবি (ভারতের জন্য ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি)
৯. বাসের আসা যাওয়ার টিকেন। (শিলিগুরি পর্যন্ত শুধু শ্যামলিই যায়। তবে বুড়িমারি পর্যন্ত যাওয়া আসার টিকিট কাটলে হবে কিনা আমার জানা নেই। আসলে শিলিগুড়ি পর্যন্ত যেতে হবে না ভুটান যেতে, পথে ময়নাগুড়ি নেমে সেখান থেকেই বাসে জয়গাও বা হাসিমারা যাওয়া যাবে। বুড়িমারীর ব্যাপারটা কেউ জানলে জানাবেন। আমি পরেরবার বুড়িমারীর রিটার্ন টিকেট শো করবো ঠিক করেছি, কনফিডেন্স বেড়ে গেছে তো :p ) ট্রানজিট ভিসা না পেলে ৩৬ ঘণ্টা আগে টিকিট ফেরত দিলে ১০ শতাংশ কেটে রেখে ভাড়া ফেরত দেবে। ভাড়া যাওয়া আসা ৩০০০ টাকা। ২৭০০ টাকা ফেরত পাবেন।
উইকি পেইজ:
http://goo.gl/JCO0tq
আরও বিস্তারিত জানতে নিচের লিংক দুটো ফলো করুন:
https://goo.gl/WvT8cv
https://goo.gl/cpTSjA
Key words:
Indian transit visa ট্রানজিট ভিসা
Bhutan Nepal by road সড়ক পথে নেপাল ভুটান, বাই রোড নেপাল ভুটান,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দেশের গোন্ডির পেরিয়ে, আমার প্রথম বিদেশ ভ্রমণ... সড়ক পথে ঘুরে এলাম ছবির মতো সুন্দর গোছানো দেশ ভূটান.......

দেশের গোন্ডির পেরিয়ে, আমার প্রথম বিদেশ ভ্রমণ... সড়ক পথে ঘুরে এলাম ছবির মতো সুন্দর গোছানো দেশ ভূটান....... কিভাবে যাবেনঃ ভূটান ভ্রমণের জ...